• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০২ পিএম;
কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর সাথে অভিমান করে রেহানা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া  বাচ্চুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রেহানা চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের স্ত্রী। তাদের ঘরে আড়াই বছরের পুত্র সন্তান রয়েছে। .

 .

 .

‎জানা যায়, চার বছর আগে চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের সাথে চরলরেন্স ইউনিয়নের সফিকের মেয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের বনিবনা হচ্ছিলোনা। ঘটনার আগে মুঠোফোনের স্বামীর সাথে রেহানার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সে। পরে বাড়ির লোক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন। .

 .

 .

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ